Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

১. অনলাইনে অথবা সরাসরি আবেদন জেলা প্রাথমিক শিক্ষা অফিস/সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসে দাখিল করতে হবে।

২. সংশ্লিষ্ট অফিস প্রধান প্রাপ্ত আবেদনটি মার্কিন করে ডকেট রেজিষ্টারে অন্তর্ভূক্তি করনের নিমিত্ত সংশ্লিষ্ট শাখায় প্রেরণ করবেন।

৩. সংশ্লিষ্ট শাখা ডকেট রেজিষ্টারে এন্ট্রি করে সংশ্লিষ্ট ফাইলের সাথে সম্পর্কিত ষ্টাফের নিকট প্রেরণ করবেন।

৪. সংশ্লিষ্ট ষ্টাফ প্রাপ্ত আবেদনটি নথিতে উপস্থাপন করবেন এবং নথি অনুমোদনের পর পত্রের খসড়া উপস্থাপন অফিস প্রধানের নিকট উপস্থাপন করবেন। পত্রের খসড়া চুড়ান্ত করনের পর স্বাক্ষরিত পত্রে ইস্যু নম্বর দিয়ে আবেদনকারীকে অনলাইনে অথবা সরাসhttp://www.jessore.gov.bd/node/15423/editরি প্রেরণ করবেন এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহে পত্রের অনুলিপি প্রেরণ করবেন। ।